ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

গীতাঞ্জলি সম্মাননা পাচ্ছেন তিন বিশিষ্টজন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬, ২৩ অক্টোবর ২০২০

সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গীতাঞ্জলি সম্মাননা পদক ২০২০ পাচ্ছেন- নাট্যজন আসাদুজ্জামান নূর, নাসির উদ্দীন ইউসুফ ও কবি কামাল চৌধুরী। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক চর্চাকেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমি প্রতিষ্ঠার ১৬ বছর পূর্তি উপলক্ষে আগামী ৬ নভেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানে এ সম্মাননা পদক তুলে দেওয়া হবে।

এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

গীতাঞ্জলি ললিতকলা একাডেমি গত ১৬ বছর ধরে বাংলা সংস্কৃতি চর্চায় কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিশিষ্টজনকে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে সম্মাননা পদক প্রদান করে থাকে। এবারের পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। 

গীতাঞ্জলির উপদেষ্টা শিক্ষাবিদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন গীতাঞ্জলির সদস্য শহিদুল আলম ও নাজমুন্নাহার।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি